শিক্ষা ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের কল্যাণ সাধন সম্ভব ——– অতিরিক্ত জেলা প্রশাসক

23

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষা ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের কল্যাণ সাধন সম্ভব। যারা নিঃস্বার্থে শিক্ষা প্রসারে কাজ করে তারাই সমাজের মহৎ ব্যক্তি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্কুল ড্রেস পেয়ে উৎসাহিত হয়ে লেখাপাড়ায় মনোযোগী হওয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি হিউম্যান রিফিল ফাউন্ডেশন ইউকে এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান।
এডিসি বুধবার বিকেলে গ্রীণ ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র উদ্যোগে ও হিউম্যান রিফিল ফাউন্ডেশন ইউকের অর্থায়নে সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা ছাবিনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র নির্বাহী পরিচালক জি.ডি রুমু। কয়েছ মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এস.এস.কে.এস’র সভাপতি বেলাল আহমদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, আরডিসি’র চেয়ারম্যান সমিক শহীদ জাহান, পিএনপিএস’র সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সিলেট বিবেক’র বিজয় কৃষ্ণ বিশ^াস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবউছ ছালাম রিজভী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সিদ্ধার্থ শংকর রায়, জিডিএফ’র ম্যানেজার স্বপন মাহমুদ, প্রতিবন্দী নাগরিক পরিষদের সভাপতি বায়জিদ খান, প্রমেশ চন্দ্র দত্ত, মাইক শরীফ প্রমুখ। অনুষ্ঠানে জিডিএফ’র নির্বাহী পরিচালক, সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব মরহুম মোঃ রজব আলী খান নজিবের স্মরণে ১ মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি