কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ॥ প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে

45

Companigonj Up pic- 4.3.15শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে নতুন প্রজন্মকে আধুনিক ও জ্ঞানসম্পন্ন শিক্ষা প্রদান করতে হবে। তাহলে আমাদের নতুন প্রজন্মরা আগামী আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। বর্তমান সরকার বিজ্ঞান সম্পন্ন  শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলার বৃত্তি ও এপ্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন।
গতকাল পাড়–য়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে (ইউ.এ. ই) প্রবাসী আলী হোসেন লালন এর উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী হাজী মো: সিকন্দর আলী এর সভাপতিত্বে ও আফজাল হোসেন বতুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সুরবিন্দু দাস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা,  সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর জাহানারা বেগম মিলন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন, সিলেট জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, পাড়–য়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমদ, বিশিষ্ট সমাজসেবী লাল মিয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ফয়জুল করিম, সাবেক মেম্বার আব্দুল জলীল, তরুন সমাজকর্মী শেখ মোর্শেদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য শেখ আব্দুল মজিদ, বারকি শ্রমীক সমিতির সভাপতি নুরুল ইসলাম, পাড়–য়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল হাসিব, স্কুলের শিক্ষক শৈলেন চন্দ্র নাথ, আব্দুল করিম, কামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি