বিক্ষোভ সমাবেশ বক্তারা ॥ চা বাগানের শিক্ষার্থীদের এ বছরের ছাত্রবেতন ও একাদশ শ্রেণির ভর্তি ফি মওকুফের দাবি

7

চা বাগানের শিক্ষার্থীদের এ বছরের ছাত্রবেতন ও একাদশ শ্রেণির ভর্তি ফি মওকুফসহ ৪ দফা দাবিতে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যেগে ১০ জুলাই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বৃষ্টিসহ প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে পূর্বঘোষিত সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সংক্ষিপ্ত পরিসরে লাক্কাতুরা রেষ্ট ক্যাম্প বাজারে অনুষ্ঠিত হয়। চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সভাপতিত্বে ও রানা বাউরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সঞ্জয় কান্ত দাস, শান্ত বাউরী, অংকন নায়েক, মাছুম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান করোনা মহামারির করাণে সারা দেশের ন্যায় চা বাগানের জীবনও বির্পযস্ত। দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের নতুন চুক্তি সম্পাদন না হওয়ায় ১০২ টাকা দৈনিক মজুরি নিয়ে চলতে হচ্ছে। এই মজুরি দিয়ে স্বাভাবিক সময়েই চলে না, উপরোন্ত এই করোনা মহামারিতে চলা তো এ সময় অসম্ভব। করোনার কারণে জীবন যাত্রার খরচ বহুগুণ বেড়ে গেলেও চা শ্রমিকদের মজুরি বাড়েনি। এমতাবস্থায় অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন করে ৫’শ টাকা নির্ধারণ করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সরকার অনলাইনে ক্লাস পরীক্ষা চালু করেছে। এর ফলে চা বাগানের শিক্ষার্থীরা তাতে কোন ভাবেই অংশ নিতে পারছে না। তাদের না আছে এ সকল ক্লাসে অংশ নেয়ার মত আয়োজন, না আছো ইন্টারনেট ক্রয়ের মত সামর্থ্য। ফলে তারা পিছিয়ে পড়বে। আবার এ সময়ে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। করোনা পরিস্থিতিতে যদি চা বাগানের শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির ভর্তি ফি এবং একই সাথে অন্য শ্রেণির এ বছরের বেতন ফি মওকুফ করা না হয় তবে বহু শিক্ষার্থী ঝরে পড়বে। আবার যেহেতু দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই চা বাগানে শিক্ষার পরিবেশ নানা ভাবে বিঘ্নিত হচ্ছে। এ সময় বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ করলে, তারা শিক্ষা গ্রহণে উৎসাহ পাবে। বিজ্ঞপ্তি