খাদিমনগরে আদিবাসী গঞ্জু সম্প্রদায়ের ভূমি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময়

90

pic -1৩নং খাদিমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মংলিরপাড় গ্রামে সুশীল সমাজ ও হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম আয়োজিত আদিবাসী গঞ্জু সম্প্রদায়ের ভূমি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট নুসরাত হাসিনা শম্পা এর সভাপতিত্বে ও ইন্দ্রানী সেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী লক্ষ্মী কান্ত সিংহ। সভায় বক্তারা বলেন, যাতায়াতের রাস্তায় বাধা প্রদান করা ধর্মীয় ও আইনীভাবে ঠিক নয়। সিলেটের এয়ারপোর্ট বড়শালা এলাকার ৩নং ওয়ার্ডের মংলিরপাড় গ্রামের রাস্তা ও শ্মশানের জায়গা দখল করে নেছারাবাদ হাউজিং প্রকল্প করে এই ক্ষমতাসীন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি রাস্তাটি বন্ধ করে দেয়। আদিবাসী সংখ্যালঘু গঞ্জু সম্প্রদায়ের মানুষেরা দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় থেকে এই রাস্থাটি ব্যবহার করে আসছেন গ্রামবাসী। কিন্তু সাম্প্রতিক সময়ে জোরপূর্বক এই রাস্তায় দেয়াল তৈরী করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে এই গ্রামের শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী।
বক্তরা আরো বলেন, বাংলাদেশের সংবিধানিকভাবে সকল ধর্মের মানুষেরা স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। কিন্তু প্রভাবশালী ঐ ব্যক্তি সংবিধান লঙ্গন করে ব্যক্তি স্বার্থে একটি গ্রামের মানুষকে অবরুদ্ধ করে রাখছে। অবিলম্বে এই রাস্তাটি খুলে দিয়ে এই গ্রামের শিক্ষার্থীদের পড়া খেলার সুযোগ ও গ্রামবাসীকে মুক্ত করার দাবী জানান সরকারের কাছে। বক্তব্যে আরো উল্লেখ্য  বিগত ৩/২/১৫ইং তারিখে এই রাস্তার জায়গা রক্ষার জন্য সদর উপজেলা চেয়ারম্যান বরাবর একটি আবেদন করা হয় গ্রামবাসীর পক্ষে। কিন্তু উপজেলার চেয়ারম্যান এখন পর্যন্ত কোন সঠিক পদক্ষেপ নেননি। ক্রমান্বয়ে পৃথকভাবে ২৮/১/১৫ইং তারিখে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বরাবরে ভূমি রক্ষার জন্য আবেদন করা হয়। পরবর্তীতে ট্রাইবাল কর্তৃপক্ষ হিউম্যান রাইটসের কাছে বিষয়টি হস্তান্তর করে। তারেই প্রেক্ষিত যৌথভাবে গতকাল শুক্রবার বিকেলে সরজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তারা আশ্বাস দিয়ে বলেন, আমরা আদিবাসী সংখ্যালঘু গঞ্জু খ্রিষ্টান সম্প্রদায় সহ যেখানেই মানবাধিকার লঙ্গন হবে সেখানেই আমরা এর প্রতিবাদ করি। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাইবাল এসোসিশেয়নের চেয়ারম্যান দানেশ সাংমা, ৩নং ওয়ার্ডের মেম্বার তেরা মিয়া,  এলাকার বিশিষ্ট মুরব্বি মো: লাল মিয়া, মো: উস্তার আলী, মোহন চরন গঞ্জু, সিমসন ট্রাম্বল, সরতি ওরাঁও, শিপা ওরাঁও, অরুণ মাল, নয়মি ট্রাম্বল  প্রমুখ। বিজ্ঞপ্তি