আইনগত সহায়তা প্রদান সংস্থার সভা ॥ সিলেটে ৭৫০টি মামলায় দুস্থ ও দরিদ্র মানুষকে আইনী সহায়তা দেয়া হচ্ছে

26

সিলেট জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার এক সভা গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা জজ মঈন উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এ সভায় জানানো হয় বর্তমানে জেলার ৫৪ জন প্যানেল আইনজীবীর মাধ্যমে ৭৫০টি মামলায় দুস্থ ও দরিদ্র মানুষকে আইনী সহায়তা দেয়া হচ্ছে।
জেলা লিগ্যাল এইড অফিসার মাসুদ করিম এর পরিচালনায় গতকালের সভায় ৩৩টি নতুন মামলায় আইনী সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
অন্যদের মধ্যে এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান, জেলা বার সভাপতি একেএম শমিউল আলম, সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, সরকারি কৌসুলী কেএমএম জালাল, ব্লাস্ট এর কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র জেল সুপার কামাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি