গোয়াইনঘাটে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের চক্ষুশিবির, বিনামূল্যে ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান

49

গোয়াইনঘাটে তিনশতাধিক হতদরিদ্র চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মঙ্গলবার। গোয়াইনঘাট প্রেসক্লাব ভবনে দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্পে উপজেলার প্রত্যন্ত এলাকার সুযোগ বঞ্চিত রোগীদের সেবা প্রদান করা হয়। লন্ডনভিত্তিক সংগঠন চার্চ এন্ড অস্বাল্ডটুইস্টল রোটারী ক্লাব এবং রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে হতদরিদ্র চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট সাংবাদিক রোটারীয়ান এম এ রহিম। সম্মানিত অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা গোলাম আম্বিয়া কয়েস। ক্যাম্পের সফলতা কামনা করে বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি জিয়াউল হক, চার্চ এন্ড অস্বাল্ডটুইস্টল রোটারী ক্লাবের ইন্টান্যাশনাল ডাইরেক্টর রোটারীয়ান হারুন মিয়া, আইক্যাম্প কমিটির চেয়ারম্যান রোটারীয়ান পিপি নজরুল ইসলাম, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ইঞ্জিনিয়ার রুহুল আলম, রোটারীয়ান মনসুর আহমদ, রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারীয়ান মোহাম্মদ আলী হোসেন, রোটারীয়ান স্বারাজ বন্ধু দাস, গোয়াইনঘাটের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলী হোসেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জালালাবাদ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস ও ডাঃ মাহবুবুর রহমান। এছাড়া জালালাবাদ চক্ষু হাসপাতালের সহযোগী কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের আগামী মঙ্গলবার জালালাবাদ চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। বিজ্ঞপ্তি