আখেরী মোনাজাতের মধ্য দিয়ে হযরত গায়বী শাহ্ (রঃ) ওরস সম্পন্ন

42

DSCF5255স্টাফ রিপোর্টার :
আখেরী মোনাজাত ও নেওয়াজ বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে অলিকুল শিরমণি হযরত শাহজালাল (রঃ) অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (রঃ)’র বার্ষিক ওরস মোবারক।
নগরীর উত্তর কাজিরবাজারস্থ মহান এ অলির মাজারে দু’দিন ব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয় গতকাল সকালে গিলাফ ছড়ানোর মধ্যে দিয়ে। এর আগে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও কোরআন খতম এবং দোয়া। রাত ব্যাপী চলে জিগির আসগার ও ফকিরি গান। শেষ রাতে অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করা হয়। এদিকে, ওরসকে কেন্দ্র করে গতকাল সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত আশেকানরা ছুটে আসেন মহান এ ওলির মাজারে। তারা জিগির আসগার করে রাত অতিবাহিত করেন। ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় আলোকসজ্জার পাশাপাশি নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন তোরণ। সেই সাথে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেন। পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশের। ওরসকে কেন্দ্র করে আইন শৃংখলার বাহিনীর পাশাপাশি মাজার কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন। যে কারণে প্রতিবছরের মতো এবারও অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ওরস সম্পন্ন হয়। এদিকে ওরস সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় মাজার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
Oros