কোম্পানীগঞ্জে ক্রাশার মিলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের নির্দেশ মানা হচ্ছে না

24

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রেরিত নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগ পাওয়া গেছে। ১৭ সেপ্টেম্বর সংসদ সদস্য ইমরান আহমদ সিলেটের জেলা প্রশাসককে লিখিত ভাবে (স্মারক ডিসি-২৪) কোম্পানীগঞ্জে ক্রাশার মিলে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়েছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার জিয়াউল ইসলাম চৌধুরী ১০ অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  আলমগীর কবিরকে একটি পত্র প্রদান করেন। (যার স্মারক নং-০৫,৬০-৯১০০-০০৯.০১.০০১-১৫-১১৭০)। এতে তিনি উল্লেখ করেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভায় (বিবিধ খ নং) আলোচনায় কোম্পানীগঞ্জ উপজেলার সরকারী খাস জায়গায় স্থাপিত ষ্ট্রোন ক্রাশার মিলে বেআইনী ভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান বিষয়ে জরুরী ভিত্তিতে তদন্ত পূর্বক ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায় উক্ত সিদ্ধান্তের আলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করেন। কিন্তু এই নির্দেশের এক মাস অতিবাহিত হয়ে গেলেও ইউএন খাস জমিতে স্থাপিত ষ্টোন ক্রাশার মিল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ করছেন না। এমন দাবি করেছেন পল¬ী বিদ্যুৎ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী ইসলামপুর ইউনিয়ন বারকি শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণে জেলা প্রশাসনের নির্দেশ বাস্তবায়নের অনুরোধ করি। কিন্তু তিনি কালক্ষেপণ করে যাচ্ছেন। কেননা আমরা জেলা প্রশাসনের পদক্ষেপ ও আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করছেন না ইউএনও। তিনি আরোও বলেন, দুর্নীতিবাজ জি.এম আবুল কালাম আজাদ ষ্ট্যান্ড রিলিজ হওয়ার পর ডিজিএম তাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের তপশীলদার গোলাম মোস্তফা চৌধুরী ও সার্ভেয়ার আব্দুল হালিম সেবা ষ্টোন ক্রাশার, কুমিল্লা ষ্টোন ক্রাশার, উজ্জল ষ্টোন ক্রাশারসহ আরো ২৮টি ক্রাশার মিল থেকে উৎকোচ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনায় বাধাগ্রস্ত করছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে মিল মালিকগণ অভিযোগের প্রেক্ষিতে তারা তাদের আলাদা ব্যাখ্যা উপস্থাপন করেছেন। উভয়ের বিষয়টি পর্যালোচনা করছি, উপরোক্ত বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে। বিজ্ঞপ্তি