হার্ট ফেইলিউর বিষয়ক সেমিনার

71

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও কার্ডিওলজি বিভাগ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের MAG Hospital Pic 26.08.17উদ্যোগে গত ২৫ আগষ্ট শুক্রবার সিলেটে হার্ট ফেইলিউর বিষয়ক উচ্চতর গবেষণাধর্মী সাইনন্টিফিক সেমিনার নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. এম নজরুল ইসলাম। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রিয় মহাসচিব অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল সাফী মজুমদার।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. একেএম ফজলুর  রহমান, জাতীয় হৃদরোগ হাসপাতালের অধ্যাপক ডা.মীর জামাল উদ্দিন, উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কে.এম আক্তারুজ্জামান,  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শিশির কুমার বসাক, আলহারামাইন হাসপাতালের কনসালটেন্ট ডা. অজয় কুমার দত্ত। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মখলিছুর রহমান, ,ডা, জিএম মহি উদ্দিন, ডা. আজিজুর রহমান,ডা. সাকির আহমদ শাহিন, ডা. সিরাজুর রহমান,ডা. মাহবুব আলম জীবন, ডা. হিরনময় দাশ নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতারের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম ডা. মিনাল কান্তি প্রমুখ। এছাড়া ও নগরীর বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ কর্তব্যরত চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।  হার্টফেইলিউরের উপর গবেষনা পত্র ্উপস্থাপনা করেন অধ্যাপক ডা.নজরুল ইসলামও অধ্যাপক ডা.মুহাম্মদ শাহাবুদ্দিন। বিজ্ঞপ্তি