ফেঞ্চুগঞ্জে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কর্মী সভায় আতিককে সিলেট-৩ আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবী

16

ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, যুব সংহতি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিককে পূর্ণ সমর্থন এবং প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়ে লাঙ্গল প্রতীক প্রদানের জোর দাবী জানানো হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল রাজা সায়েলের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফোজ্জামান মিছবার পরিচালনায় কর্মী সভায় বক্তারা বলেন, সিলেট-৩ আসনে জাতীয় পার্টির অবস্থান সুদৃঢ়। এই নির্বাচনী এলাকার জনগণ পল্লী বন্ধু এরশাদকে ভালবেসে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তিন বার বিপুল ভোটে জয়ের মালা পরিয়েছেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার মানুষ জানে পল্লী বন্ধু এরশাদের আমল ছিল স্বর্ণযুগ। যেমনি উন্নয়ন হয়েছে তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভাল। দুর্নীতি দুঃশাসন না থাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এজন্য জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে সিলেট- ৩ আসনে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে আলহাজ্ব আতিকুর রহমান আতিকের বিকল্প নেই।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক অর্থ সম্পাদক গোলাম রাসুল জিতু, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুর রশিদ হাসান, উপজেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাসান আহমদ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন মিন্টু, জাতীয় যুব সংহতি নেতা সেলিম মিয়া,মিন্টু মিয়া, নজম উদ্দিন,ফখরুল ইসলাম খান, সুমন খান, সিতু মিয়া, টিনুর মিয়া সায়েল আহমদ, মইন মিয়া, কয়েছ মিয়া, সুয়াই মিয়া, আহাদ মিয়া, জগলু মিয়া, শিপলু আহমদ ,রাজু আহমদ, সালেখ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি