আল-কোরআনের শাসন ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসবে না ———–ড. শায়খ ওহিব

82

আল-কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে রেজিষ্ট্রারী ময়দানে  ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রথম দিন গতকাল ১০ ফেব্র“য়ারী মঙ্গলবার  প্রধান অতিথির বক্তব্যে ড. শায়খ ওহিব আব্দুর রহমান মুহাম্মদ খুজ বলেন, সমাজের অশ্লীলতা, বেহায়াপনা, খুন, গুম, জুলুম, নির্যাতন সহ  সকল অপকর্ম ও নাস্তিক্য মতবাদের একমাত্র কারণ হচ্ছে আল কোরআনের অনুশাসন ও অনুকরণ থেকে  আমরা দুরে সরে যাওয়া। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ ও ঈমানের ঝান্ডাকে ত্বরান্বিত করতে আল কোরআনের শাসন মেনে চলতে হবে। অন্যথায় পৃথিবীর কোথাও শান্তি আসবে না।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আব্দুল আজিজ।
ফাউন্ডেশনের সেক্রেটারী গাজী মাওলানা রহমত উল্লাহ, আলহাজ্ব মাওলানা এমরান আলম, মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ কয়েস আহমদ-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে বিভিন্ন অধিবেশনে আরো তাফসির পেশ করেন মাওলানা খুরশেদ আলম কাসিমী, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা ক্বারী মোজাম্মিল হোসেন চৌধুরী, মাওলানা নজমুদ্দিন কাসেমী, মাওলানা কাওসার আহমদ হাসানী  প্রমুখ। বিজ্ঞপ্তি