ওসমানী হাসপাতালে ৩২ জনের মৃত্যুতে বামাক জেলা ও মহানগরীর মতবিনিময়

38

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুসহ ৩২ জনের অস্বাভাবিক মৃত্যুতে করণীয় শীর্ষক তাৎক্ষণিক মতবিনিময় সভা বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেইটস্থ রশীদ এম্পোরিয়ামের ২য় তলায় ধর এন্টারপ্রাইজ হলে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সভাপতি ও বিভাগীয় সমন্বয়কারী ড. আর কে ধর এর সভাপতিত্বে ও মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এর পরিচালনায় তাৎক্ষণিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বামাক মহানগরের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব এম এ রকিব, রোটাঃ মাহবুবুল আলম মিলন, জেলার সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, জেলার সহ-প্রচার সম্পাদক লায়ন মিসবাহ উদ্দিন, বিএচআরবি বিভাগীয় সাংগঠনিক আফিকুর রহমান আফিক, আলী আহমদ রেদুয়ান, শিরিন চৌধুরী, শাহেদা বেগম, রোটারিয়ান শাহিদা তালুকদার, দক্ষিণ সুরমার সাংগঠনিক সফিউল আলম, জেলার কোষাধ্যক্ষ আলী আহমদ, ফটোগ্রাফার ও সদস্য জাহেদ আহমদ, এডভোকেট হোসেন আহমদ শিপন, রোটারেক্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী কয়েছ আহমদ সুমন, মহানগরের দপ্তর সম্পাদক যুব পদক প্রাপ্ত মোঃ শাহ আলম, হাবিবুর রহমান, মোঃ মাহবুব ইকবাল মুন্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামাক মহানগর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রাণহানীর ঘটনার জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান এবং উক্ত মর্মান্তিক ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা বলেন, পরবর্তিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হবে। এছাড়াও সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এ ধরনের প্রায়শই রোগী মারা যাওয়ার প্রকৃত কারণ উদঘাটন করার জন্য অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি