জগন্নাথপুর-সিলেট সড়কে নির্মাণ কাজ শুরু হওয়ায় ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু

16

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থেকে সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। যে কারণে আবারো যানবাহন চলাচল শুরু হয়েছে।
জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে জগন্নাথপুর-সিলেট সড়কটি ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কে বড় বড় গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব গর্তে যানবাহন দেবে আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে থাকে।
তবে দ্রুত সড়ক মেরামতের দাবিতে ১৩ জুলাই শনিবার থেকে জগন্নাথপুর-সিলেট বেহাল সড়কে যানবাহন চলাচল অসম্ভব হওয়ায় অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে-জগন্নাথপুর-সিলেট সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবশেষে ১৪ জুলাই রোববার সড়কে মেরামত কাজ শুরু হওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম বলেন, ভাঙাচোরা সড়কে গাড়ি চালানো সম্ভব না হওয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করেছিলাম। তবে আমাদের আন্দোলনের মুখে প্রশাসনের উদ্যোগে সড়কে কাজ শুরু হওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।