সাহিত্য আসর শেষে

40

জালাল আহমেদ জয়

কবি সাহিত্যিকরা সব সময়ই দুরন্ত তাদের মনের ভেতরটা সতেজ এবং অফুরন্ত প্রেমময় ‘অসীম চেতনাময় কবিরা যা বলে তা তখনই করে দেখাতে পারে তাদের কাছে পারি না বলে কিছু নেই সত্য সুন্দর প্রেম ও প্রতিবাদের কণ্ঠে জেগে ওঠে তাদের আত্মার ধ্বনি কারই বা আছে এমন সাহস মাটির বুকে কবিকে রুখে দাঁড়াতে কবি মানেই তো একটি বীরের নাম কবি মানেই সৈনিক কবি মানেই আলোর পথিক কবি মানেই প্রেমের দর্শন কবি মানেই জেগে স্বপ্ন দেখার জাগ্রত নাবিক কবিরা শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখে না জেগেও দেখে দেশের সমস্যা ও সমাধানের পথ কবিরাই পারে দেখাতে কবি যে হেঁটে  চলে বিশ্ব-বিশ্বান্তরে যদি বলি তেমনি কবি আমি তুমি আমরা সবাই ভুল কী হবে আমি মনে করি হবে না কারণ সবাই সাহসিকতা উপলব্ধি করি এবং বাণীময় সুর কানে বেজে যায় কেউ ধরতে পারি আর কেউ পারি না তাই’তো কবির কবিতা মনের কথার সাথে যেনো মিশে যায়।
তেমনি এক বীর কবি সাহিত্যিক যদি বলি আমি বলবো আমার দেখা মতে সৈয়দ মবনু আমার সাহিত্য কালের শুরু থেকে যাকে দেখেছি কবির মতো কবিকে এমনই হতে হয় কবি কারো কাছেই মাথা নত করে না করে একমাত্র আল্লাহ্ তায়ালার কাছে। গতকাল ছিল তার সাহিত্য সম্পাদনায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সর্বশেষ সাহিত্য আসর শেষ দিনে যেনো শেষ নয় নতুন করেই শুরু হলো নবপথযাত্রার আসরের সবাই লিখে ছড়া কবিতা গল্প ও প্রবন্ধ কিন্তু সবাই যে এতো মজার কৌতুক বলে হাসাতে পারে তা জানতাম না দিনটি ছিল ২১ শে জানুয়ারী ২০১৫ আসরের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে মবনু ভাই আমাদের নিয়ে গেলেন জিন্দাবাজারের প্রীতিরাজ রেস্টুরেন্টে সেখানে বসে কবিতার বদলে কৌতুকের আসর আমি তো হাসতে হাসতে চলেই যাচ্ছিলাম এতো মজার মজার কৌতুক শুনলে কার না হাসি পায় অবশ্য গল্পকার সেলিম আওয়ালের কথা না বললেই নয় খাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত উনি করে দিয়েছিলেন এবং কৌতুক বলে সবাইকে হাসির দুনিয়ায় নিয়ে যেতেও সব লেখকদের আহবান জানান এতে আমরা যারা ছিলাম সবাই কিছু না কিছু বলে হাসির জগতে ঘুরতে গিয়েছিলাম।
এই দিন অন্যরকম হয়েই থাকবে আমিও যারা গতকাল সাহিত্য আসরে এসেছিলো।। কবি কামাল তৈয়ব কবি মুহিত চৌধুরী এবং আমেরিকান প্রবসী কবি মোখলেসুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সাথে যাদের নাম মুখস্থ আছে তাদের নামগুলো তুলে ধরলাম আমার বন্ধু কবি মিনহাজ ফয়সাল; ছড়াশিল্পী শাহ মিজান; কবি মামুন হোসেন বিলাল; ছড়াশিল্পী ও ফটোগ্রাফার মাহমুদ পারভেজ; কবি ও সাংবাদিক তাসলিমা খানম বীথি, কবি আমনা শহীদ চৌধুরী  মান্না; কবি কানিজ আমেনা কুদ্দুস; কবি শামিমা কালাম; ছড়াশিল্পী দিলোয়ার হোসেন দিলু; কবি এহসানুল কাওসার; ছড়াশিল্পী কবির আশরাফ; কবি সৈয়দ মুক্তাদা হামিদ; কবি জিয়াউল হক; কবি ও গল্পকার রাফিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মবনু ভাইয়ের শুভ কামনা রইলো।