প্রাণের বাংলা সাহিত্য

32

সৌমেন কুমার

বিশ্বের কবি বিশ্বকবি
গল্প কবিতা কিবা সুর,
সব শাখাতে সমান চলন
তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।

কলম কেবল নয়কো কলম
ব্রিটিশ শাসক খেতো তো শুল,
কণ্ঠধ্বনি বজ্রবাণী
তিনি কবি কাজী নজরুল।

কবিতাই তার তো প্রকৃতি
প্রকৃতি নিয়ে ছিলো চাষ,
প্রেম প্রকৃতির কবি তিনি
তিনি জীবনানন্দ দাস।

সহজ সরল কথায় গাঁথন
অনন্য সৃষ্টি এক অধ্যায়,
অপরাজেয় কথাশিল্পী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

ইসলামী চেতনায় জাগ্রত
মুসলমানদের জন্য কি দরদ,
তাই মুসলিম রেনেসাঁর কবি
তিনি তো ফররুখ আহমদ।

ছন্দে ছন্দে সত্যেন্দ্রনাথ
বাক্য বিনির্মাণে বঙ্কিম,
গোলাম মোস্তফা মীর মশাররফ
সাহিত্য আকাশে সূর্য রক্তিম।

শামসুর রাহমান, আল মাহমুদ
চিন্তার মাঝে বিস্তর ফারাক,
অশ্লীলতা, না শুদ্ধতা
পড়লে হবে সিদ্ধান্তের বাঁক।

সবাই সৃজনশীল গুণী ব্যক্তিত্ব
চিন্তায় আছে বৈপরীত্য,
সব মিলিয়ে চলছে এগিয়ে
আমার প্রাণের বাংলা সাহিত্য।