সুলতানুল হুফ্ফাজ বোর্ডের ফলাফল প্রকাশ

71

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিস্থ সুলতানুল হুফ্ফাজ বোর্ডের ফাইনাল ও প্রতিযোগিতা মূলক পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফাইনাল পরীক্ষায় মোট ১০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬.৭০ ভাগ। ১ম বিভাগে ৪৮ জন, দ্বিতীয় বিভাগে ২৫ জন ও তৃতীয় বিভাগের ১২ জন উত্তীর্ণ হয়। ১ম বিভাগের প্রথম স্থান অধিকার করেছে হাফিজ মোঃ রোমান শাহ। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন মাদরাস-ই তানজিমুস সুন্নাহ এতিমখানার ছাত্র। ১ম বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফিজ আতহার আহমদ রায়হান। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া মাওলানা শামসুল হক (রঃ) হাফিজিয়া মাদরাসার ছাত্র। ১ম বিভাগের তৃতীয় স্থান অধিকার করেছে হাফিজ মোনীম আহমদ জায়গীরদার। সে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি সুলতানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।
প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রদের রোল নং- ২৮৮, ৩০৮, ৩১১, ৩১৩, ৩১৫, ৩১৬, ৩১৭, ৩১৮, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩২৮, ৩২৯, ৩৩০, ৩৩১, ৩৩৪, ৩৩৬, ৩৩৮, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪, ৩৪৫, ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৫০, ৩৫১, ৩৫২, ৩৫৩, ৩৫৪, ৩৫৫, ৩৫৬, ৩৬০, ৩৬১, ৩৬২, ৩৬৩, ৩৬৭, ৩৭০, ৩৭২, ৩৭৬, ৩৭৭, ৩৭৮, ৩৮১, ৩৮৩, ৩৮৬, ৩৮৭, ৩৮৮। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রদের রোল নং- ২৯১, ২৯২, ২৯৩, ৩০৪, ৩০৯, ৩১০, ৩১২, ৩১৯, ৩২২, ৩২৩, ৩২৭, ৩৩৩, ৩৩৫, ৩৩৯, ৩৪১, ৩৪৯, ৩৬৪, ৩৬৫, ৩৬৬, ৩৬৯, ৩৭১, ৩৭৩, ৩৭৪, ৩৮০, ৩৮৯। তৃতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রদের রোল নং- ২৮৯, ২৯৮, ৩০০, ৩০২, ৩০৩, ৩০৬, ৩১৪, ৩২০, ৩২১, ৩৫৭, ৩৭৫, ৩৭৯।
৫ পারা থেকে ২৫ পারা পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঃ ৫ পারায় উত্তীর্ণদের রোল নং- ৭৭, ৬৭, ৪৪, ৪৭, ১৩, ৬৩, ৬২, ৩১, ৭৮, ৬১, ৭৪, ৩৩, ৩৪, ৪১, ২১, ০৪, ২০, ৪৯, ২৩, ৫৭, ৬০, ৭৫, ০৩, ৪৫, ৪২, ৩৭, ৩৫, ২২। ১০ পারায় উত্তীর্ণদের রোল নং- ১৫১, ১৩৬, ১৬১, ১২৪, ১২০, ১১৫, ১২৩, ১৬২, ১১৬, ৮৩, ১২৮, ১৪৩, ১৩৭, ১৪২, ১৫৮, ১২২, ১৫০, ১২১, ১৪০, ১১২, ৯১, ১০০। ১৫ পারায় উত্তীর্ণদের রোল নং- ২০০, ২০৬, ২০১, ২২২, ১৭৪, ১৮৩, ১৯৪, ২১২, ২১৬, ১৮২, ২২৬, ১৮৪, ২১৩, ২০২, ১৯৮, ২০৩, ১৯৬, ২১৭। ২০ পারায় উত্তীর্ণদের রোল নং- ২৪৮, ২৫৮, ২৬০, ২৫০, ২৯১, ২৬৫, ২৫৭, ২৫৯, ২৪৯, ২৩৭, ২৫৬। ২৫ পারায় উত্তীর্ণদের রোল নং- ২৮৫, ২৬৯, ২৬৮, ২৭৪, ২৭৭, ২৭৮, ২৭২।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারী শনিবার বরইকান্দি মিয়াড়ীর প্রাঙ্গণে হাফিজ সুলতান (রঃ) ৮৪তম ইছালে ছওয়াব মাহফিলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি