সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে হবে – এম. আছকির আলী

18

বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ইসহাক একাডেমির-২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়সংবর্ধনা বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছোট ভাই এম. আছকির আলী।
ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, এম. আছকির আলী বলেন, নৈতিকতা ও মূল্যবোধের সাথে জ্ঞানার্জন করলে বিশ্বের সর্বত্র সম্মানের সাথে বিচরণ সম্ভব। উচ্চ শিক্ষিত লোক কখনো অর্থাভাবে পতিত হয় না। সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, এম ইলিয়াস আলীর সাবেক একান্ত সহকারী ময়নুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুভা আক্তার আঙ্গুরা, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, অলংকারী ইউপি সদস্য মেম্বার সাজ্জাদ মিয়া, খাজাঞ্চি ইউপি সদস্য কবির হোসেন, যুবনেতা আব্দুল মানিক, ছাত্রনেতা শেখ. মো. আলেক্স, সজিব। বিজ্ঞপ্তি