পিএসসি পরীক্ষায় অনুপস্থিত থেকেও পাস !!!

54

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে পিএসসি পরীক্ষায় গণিত ও ধর্ম শিক্ষা বিষয়ে অংশগ্রহণ না করেই জনৈক পরীক্ষার্থী জিপিএ ২.৪১ পেয়ে ‘সি’ গ্রেডে উত্তীর্ণ হওয়ার খবরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ অভিনব ঘটনাটি ঘটেছে উপজেলার বাণীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিমের সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিদ্যালয়ের ছাত্র আহনাফ ইসলাম মাহদি অসুস্থতা জনিত কারনে পিএসসি পরীক্ষায় গণিত ও ধর্মশিক্ষা বিষয়ে অংশ গ্রহণ করতে পারেনি। কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকে সরবরাহকৃত রেজাল্ট সীটে উক্ত ছাত্রকে ‘সি’ গ্রেডে পাস দেখানো হয়েছে। পরীক্ষার্থী আহনাফ ইসলাম মাহদির মা রওশনারা বেগম ও বাণীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষয়িত্রী। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার ছেলে অসুস্থ ছিল বিধায় দু’টি বিষয়ে পরীক্ষা দিতে পারে নি। এরপরও তাকে পরীক্ষায় পাশ দেখানো হয়েছে। এতে আমি বিষ্মিত হয়েছি এবং সাথে সাথে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছি। এদিকে বহুল আলোচিত এ অনিয়মের ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার শাহা’র সাথে আলাপ করলে তিনি জানান, সার্ভারে ত্র“টি থাকায় এরূপ ভুল হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি তা সংশোধন করেছেন।