মরণ

30

সৌমেন কুমার

এত বিজ্ঞ হলাম তবু মেলে না কো অংক,
মাটির ঘর হবে বিছানা হায় সোনার পালঙ্ক।
গদির পরে থাকি আয়েশ উতরোল খুশী হাসি,
আঁধার ঘরে সোনার দেহে বাতাস করবে কোন দাসী।

কালকে কোথা হবে যাত্রা কোথায় পঁচবে দেহ,
কিসের তরে বড়াই মহা বাঁচবে না তো কেহ।
আল্লাহর যপ ভুলে মোরা করি নানান হট্ট,
সাধন ছাড়া মরণ হলে সাজা পাবো বড্ড।