স্কুল অব জয় এর আলোচনায় বক্তারা ॥ অটিষ্টিক শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সকলের নৈতিক দায়িত্ব

34

অটিজম একটি জন্মগত সমস্য। মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মস্তিষ্ক বৃদ্ধি বা পূর্ণতা লাভে বাধগ্রস্ত হলে শিশুদের অটিজম দেখা দেয়। অটিজম আক্রান্ত হওয়ার কারণে তারা সে মেধার পরিচয় দিতে পারে না। সবার সহযোগিতা পেলে তারাও বয়ে আনতে পারে দেশ ও জাতির জন্য দুর্লভ সম্মান। অটিষ্টিক শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য শুধু মা-বাবার পক্ষে সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে। অটিষ্টিক সম্পর্কে সমাজের সকলকে সুধারণা ও সচেতন করে তুলতে হবে। স্কুল অব জয়-এর উদ্যোগে স্পিচ অন অটিজম শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
গত বুধবার নগরীর নয়াসড়কস্থ স্কুল অব জয় এর সেমিনার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল অব জয়-এর সেক্রেটারী আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাপাসন ইন্টারন্যাশনাল ইউকে-র সিইও মোহাম্মদ হোসাইন এমবিই ও স্কুল অব জয় এর প্রিন্সিপাল সুরাইয়া খানম প্রমুখ।
উল্লেখ্য, অমনোযোগী ছাত্রদের জন্য পরামর্শ ও প্রশিক্ষণ কেন্দ্র স্কুল অব জয় এর শিক্ষকের সংখ্যা ১৯ জন ও ছাত্রের সংখ্যা ৩৮ জন। প্রায়  গড়ে প্রতিটি ছাত্রের সাথে একজন করে শিক্ষক নিয়োজিত রয়েছে। বিজ্ঞপ্তি