সুনামগঞ্জের মল্লিকপুর খাদ্যগুদামে প্রশাসনের নজরদারীতে চলছে ধান চাল ক্রয় অভিযান

33

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলা সদরের মল্লিকপুর খাদ্যগুদামে প্রশাসনের নজরদারীতে সুষ্ঠুভাবে চলছে ধান চাল ক্রয় অভিযান। এ বছর উক্ত খাদ্য গুদামের অনুকূলে ১০০০ মেট্রিক টন ধান ১১৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১৫৬৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। প্রতিমন ধানের মূল্য ১০৪০ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৩৮ টাকা ও আতপ চালের মূল্য ৩৭ টাকা হিসেবে মূল্য নির্ধারণ করা হয়। কৃষকরা প্রত্যাশার চাইতে উপযুক্ত মূল্য পাওয়ায় প্রতিদিন খাদ্যগুদামে ধান চাল বিক্রির জন্য ভীড় জমাচ্ছেন। ভীড় সামলাতে কর্তৃপক্ষকে হিমসীম খেতে হচ্ছে। এছাড়া ধান চাল বিক্রতাদের পক্ষে নেতাদের রয়েছে ব্যাপক তদবীর। কিন্তু কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ ছাড়াও জেলা প্রশাসনের প্রেরিত মোবাইল টীমের সার্বক্ষণিক নজরদারীর মধ্যে দিয়ে ধানচাল ক্রয় অভিযান পরিচালনা করছেন। জেলা খাদ্যগুদামে এ পর্যন্ত ৫শত মেট্রিক টন ধান ১১৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১২০০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। অনুকূল আবহাওয়া বিরাজ করলে আগামী ২ দিনের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হবে বলে জানান মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহীন মিয়া। তিনি বলেন কৃষকদের কৃষিকার্ড অনুযায়ী প্রত্যেক কৃষকদের কাছ থেকে আমরা ১ মেট্রিক টন হারে ধান ক্রয় করে যাচ্ছি। মল্লিকপুর খাদ্যগুদামে ধান চাল বিক্রয় করতে এসে কৃষকদের দালাল দৌরাত্ম্য বা কোন হয়রানীর স্বীকার হতে হয়না। ফলে ক্রয় অভিযান সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে।