জামায়াত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে পিছ পা হয়নি ——– ফখরুল ইসলাম

30

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও জামায়াত দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে পিছ পা হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় দেশের সকল দুর্যোগময় মুহূর্তে তার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাওয়া এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে ধনী-গরীবের বৈষম্য দূর করে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করা। তিনি আরো বলেন, শীতার্তদের পাশে সংগঠনের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে উচিত।
তিনি গতকাল শনিবার সিলেট মহানগর জামায়াতের ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে কায়স্থরাইল এলাকায় গরীব-দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড সভাপতি এডভোকেট মকসুদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী এস এম মুছার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা জামায়াতের  আমীর মাওলানা মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী বিলাল আহমদ, জামায়াত নেতা হাবিবুর রহমান, আবুল কালাম  আজাদ, তরিকুল ইসলাম তারেক, জাহিদ আহমদ, শিমূল আহমদ, জাবেদ আহমদ, ওয়াদুদ আহমদ, বিলাল আহমদ, আবু হানিফ, শিবির নেতা মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি