মো: রাজিব হুমায়ুন

13

অভাব যেন অন্ধকার :

অন্ধকার চারিদিকে দিন কী বা রাত,
অভাবের কশাঘাতে হই কুপোকাত।

ফিকে লাগে কোলাহল প্রকৃতির রঙ,
খালি পেটে অপহত আছে যত ঢঙ।

সুখের ঝিনুক খুঁজি জীবন সাগরে,
সুখ যেন ঢাকা থাকে অভাব-চাদরে।

শূন্যগর্ভ সংসারে হাবুডুবু করে,
এভাবেই বেঁচে আছি তিন যুগ ধরে।

অনটনে শ্রুতিকটু জীবনের গান,
দুমুঠো ভাতের মাঝে কষ্ট অবসান।

পৃথিবীতে বেঁচে থাকা আশা ভরা মনে,
একদিন দেখা হবে আয়েশের সনে।

আলো আসে যথারীতি আঁধারের পরে,
হয়তো সুখের বাতি জ্বলবে এ ঘরে।