বিজিবি দিবস উপলক্ষে সিলেট সেক্টর কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

19

গতকাল ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট সেক্টর কর্তৃক স্থানীয় তৎকালীন ইপিআর এ কর্মরত ৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার, কর্ণেল মোঃ জামাল মাহমুদ সিদ্দিক, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ মাজহারুল ইসলাম,  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আমিনুল হক ভূঁইয়া, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, সিলেট সেক্টরের সকল স্তরের সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ। বিজিবি দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে প্রধান অতিথি শুভেচ্ছা উপহার বিতরণ করেন এবং এ বাহিনীর ২১৯ বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। বিজ্ঞপ্তি