নেতাকর্মীর মুক্তির দাবিতে সিলেট ল’ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

57

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ছাত্রদল নেতা এমদাদ বকস, সাজ্জাদ আহমদ সাজু, বদরুল আজাদ রানা সহ আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে গতকাল সোমবার সিলেট ল’ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ সিলেট ল’  কলেজ শাখারউদ্যোগে আয়োজিত মিছিল শেষে কলেজের প্রধান ফটকে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,  ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী সৈনিকদের আন্দোলন বন্ধ করা যাবে না। সিলেট বিএনপি’র প্রাণ পুরুষ এডভোকেট সামসুজ্জামান জামানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর ছাত্রদল নেতা এমদাদ বকস, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ আহমদ সাজু, সরকারী কলেজ ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক বদরুল আজাদ রানা সহ কারাগারে আটক সকল নেতা কর্মীর মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন সারা সিলেটে ছড়িয়ে পড়লে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। সমাবেশে বক্তারা অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবী করেন।
ছাত্রদল নেতা ও ল’ কলেজ ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক কামাল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব আবু আম্বিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলনেতা তছির আলী, মহানগর ছাত্রদল নেতা এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’র  যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম সাজু, মনোজ দেব, আবদুল কাইয়ুম, কাহের আহমদ, হামিদ হোসেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবু বাশার,  শিহাব সুমন, এসএম আক্তার, এটিএম শিশু, সাদ চৌধুরী সুজন, টিটন দেব, হেলাল উদ্দিন, মোহন, ইমরানুল ইসলাম জাসিম, আনোয়ার হোসেন সুজন, নরুল আমিন, জাকারিয়া আহমদ, কয়েস আহমদ, সাদিক সিকদার, শাহাদাত খান, মাকসুদ আলম, মোঃ শাহজাহান, ঝলক আচার্য্য, নুরুল ইসলাম রুহুল, হাবিবুর রহমান, তারেক আহমদ, শিহাব উদ্দিন তামিম, আফম খায়ের পারভেজ, প্রবিণ মিত্র, সওকত আলী, বদরুল ইসলাম, আজমল আলী, স¤্রাট মামুন, হুমাযুন রশিদ চৌধুরী সফি, জামাল আহমদ, তরিকুল ইসলাম, আব্দুল মুতাকাব্বির সাকি, দোলোয়ার হোসেন, জুবের আহমদ, নুরুল ইসলাম, আবু ইয়ামিন চৌধুরী, শেখ নাজমুল ইসলাম, এস এম ফখরুল  ইসলাম, সুজন খান, উমর ফারুক, শেখ জাকির হোসেন, এইউ রানা, হোসাইন তালুকদার, এমদাদুল হক, আবুল হোসেন, এপলু আহমদ, মনিরুজ্জামান মিজান, তাজুল ইসলাম সাজু, মামুন রশিদ মামুন, সাকিব আল হাসান, শেখ মো: শামছু্িদ্দন, সাদ্দম হোসেন, আমিনুল ইসলাম, এজাদ আহমদ, সায়েক আহমদ, ইমরান হোসেন ,মাসুম আহমদ, আরিফ আহমদ, আব্দুল কাদির সুমন, রিয়াজ উদ্দিন ইমরান, আলিম উদ্দিন, আব্দুল আহাদ, আতিকুল ইসলাম নাইম, ইকবাল আহমদ, জামিনুল ইসলাম জামি, রাসেল আহমদ, এহসান আহমদ পাপলু, পারভেজ আহমদ, সেলিম আহমদ সাগর, ফরহাদ আহমদ, বিপ্লব আহমদ, তানবির আহমদ, আব্দুল কুদ্দুস রানা, শাহজাহান খান, মেহদি হাসান সোহাগ, জিয়া, আরিফ আহমদ, পিন্টু আহমদ, তানজির আহমদ উমর, হাসান রেজা, হুমায়ুন কবির নাহিদ, রিজবী রহমান রনি প্রমুখ। বিজ্ঞপ্তি