নবীগঞ্জে ঢাকা ফেরত পিতা-পুত্র করোনায় আক্রান্ত, উপজেলা জুড়ে আক্রান্ত ২১

2

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঈদ উপলক্ষে বাড়ি এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিতা-পুত্রসহ এক পরিবারের ২ জন। আক্রান্তদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে সমরগাঁও গ্রামে। পুরো উপজেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা এসব তথ্য নিশ্চিত করেন।
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে চারজনের করোনা পজিটিভ এসেছে। তারা একই পরিবারের। কয়েকদিন আগে ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ি আসেন তারা। আক্রান্তদের হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ২ জনের নমুনার ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে উপজেলার ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। তিনি আরও জানান, নবীগঞ্জে এখন পর্যন্ত মোট ৪৮৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৩২৪ জনের রিপোর্ট হাতে পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে, নবীগঞ্জ উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মী ও ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ৫ জন শ্রমিকসহ ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত ২ মে। দীর্ঘ ২১ দিন চিকিৎসার পর ৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রাতিষ্ঠানিক আইসোলেশন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে তাদের আজ ছাড়পত্র দেওয়া হয়। পড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফুলেল শুভেচ্ছা ও প্রত্যেককে ৫০০০ টাকা প্রদান করা হয়।
এসময় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীমা আক্তার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।