সুনামগঞ্জে নারী বান্ধব স্বাস্থ্য মেলা উদ্বোধন

25

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে নারী বান্ধব স্বাস্থ্য সেবা মেলা শুরু হয়েছে। নারীবান্ধর হাসপাতাল কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস এ মেলার আয়োজন করে। গতকাল রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এই মেলা শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশনের সার্বিক পরিচালনায় ২ দিনব্যাপী স্বাস্থ্য মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মোট ১৬ স্টল অংশ নিয়েছেন। এসব স্টলে গর্ভবতী মহিলাদের পাশাপাশি বিভিন্ন বয়সের নারী শিশুদের সেবা দেয়া হচ্ছে। এ মেলা চলবে ৭ও৮ ডিসেম্বর পর্যন্ত। পরে ডেপুটি সিভিল সার্জন নাসের ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফের সিলেট বিভাগীয় পুষ্টি কর্মকর্তা ডাঃ গোলাম মহিউদ্দিন খান, নারী নেত্রী শীলা রায় প্রমুখ।