সুনামগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন জীবিকা নিয়ে মতবিনিময় করলেন এমপি শামীমা শাহরিয়ার

8
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অত্যন্ত অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষার দাবিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার ৪ উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবন জীবিকা সুরক্ষার দাবিতে পৃথক পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে রবিবার পর্যন্ত এসব সভা সম্পন্ন হয়।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অত্যন্ত অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জীবন জীবিকা সুরক্ষার দাবীতে অনুষ্ঠিত সর্বশেষ মত বিনিময় সভায় বাংলাদেশ রবিদাস ফোরাম বিআরএম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন রবি দাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
তাহিরপুর উপজেলা ফোরামের সভাপতি জহরলাল রবি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাংলাদেশ রবিদাশ ফোরাম বিআরএম কেন্দ্রীয় কমিটির মানিকচান রবি দাস, চন্দ্রলাল রবি দাস, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পুরকায়স্থ, বালিজুরী ইউপি সদস্য প্রদীপ দাস ও মো. আজিজ মিয়া বক্তব্য রাখেন।
এর আগে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের কান্দাগাঁও, পলকপুর, সুজাতপুর ও শেরমস্তপুর ৪ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অপর এক জনসভায় বক্তব্য রাখেন এমপি শামীমা শাহরিয়ার।