বিজয় তিলক

79

নেছার আহমদ নেছার

এই বঙ্গ জননীর কন্ঠ চিরতরে ধ্বংস করে দিতে।
একদিন যে পশ্চিমা চক্রান্তের ভূত জোর করে
কাঁদে এসে বসতে চেয়েছিল;
সেদিনের সচেতন সন্তানেরা অগ্নি প্রতিবাদের
ঝড় তুলে জীবন দিয়ে ভাষার স্বাধীকার
আদায় করেছিল।
আত্ম উৎসর্গের অমলিন ইতিহাস গড়ে-
বঙ্গ জননীর কৃষ্টি সত্ত্বা সাজিয়েছিল
তারা অনেক স্বপ্নের প্রেরণায়;
এই বাংলা ভাষার উৎকর্ষতায়
আজ যদি কোন জ্ঞানী গুণী সাহিত্যিকের
সৃষ্টিকর্ম সারা দুনিয়ায় কাঁপন জাগায়
এমন দিনের প্রত্যাশা শুধু অন্তরে পুষি;
যাদের জীবনের মূল্যে এই বাংলা ভাষা
স্বর্গ-সুখ আসুক তাদের আত্মার।
এ ভাষার গর্ব অনাদী অনন্ত কালের প্রতিদিন
জীবন প্রবাহে ভাষা শহীদের আত্মার
কপোল তলে অনুভবে একে দিতে চায়
গৌরব ও সৌরভের বিজয় তিলক।