বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্মেলনে দু’গ্রুপে হট্টগোল

31

এ টি এম তুরাব, বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সম্মেলন টান টান উত্তেজনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন চলাকালে ছাত্রদলের এক কর্মীর হাতে প্রহৃত হন বিএনপি এক সিনিয়র নেতা। এ সময় সভা কক্ষে দেখা দেয় ব্যাপক হট্টগোল। উভয় পক্ষের লোকজন একে অপরকে উদ্দেশ্য করে চেয়ার ছোঁড়াছুড়ি করতে থাকেন। পরে উপজেলা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা এবং দ্বিতীয় পর্বে উপজেলার দশ ইউনিয়ন বিএনপি’র ত্রিশজন কাউন্সিলর ভোট প্রদান করেন। তৃণমূলের ভোটে সভাপতি পদে নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক পদে এম.এ অদুদ রোকন ও সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম খান বিজয়ী হয়েছে।
সম্মেলনে উপজেলা বিএনপি’র আহবায়ক জিয়াউল বারী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এড. এম নুরুল হক বিশেষ অতিথি জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড আবদুল গাফ্ফার, আবুল কাহের চৌধুরী শামীম, আবদুর রাজ্জাক, আলী আহমদ, আবদুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, ফরহাদ চৌধুরী শামীম, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায় সালেহ আহমদ খছরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হক ফয়সল, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মিছবাহুল হক ফাহিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শেওলা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন খান জায়েদ ও তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি এড. নুরুল হক বলেন, শেখ হাসিনার সরকার বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। দেশের মানুষ ন্যায্য অধিকার নিয়ে দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করলে পুলিশ লেলিয়ে দেয়া হচ্ছে। তিনি সরকারকে হুসিয়ার করেন বলেন, র‌্যাব পুলিশ দিয়ে বেশী দিন ক্ষমতায় থাকতে পারবেন না। এখনো সময় আছে জনগণের হাতে ক্ষমতা দিয়ে মানে মানে কেটে পড়েন। বিএনপি’র নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালল করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে আন্দোলনের মাধ্যমে এ জালিম সরকারকে বিদায় করতে হবে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।