বর্তমান সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে – ইমরান আহমদ এম পি

25

gowainghat photo-28-11-2014গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেটে-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন বর্তমান সরকার নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আওয়ামীলীগ সরকার ছাত্র ছাত্রীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করে আসছেন। তিনি গতকাল শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে সানকী ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোলহাস শিকদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন মেনন’র পরিচালনায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান লেবু, উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দছ আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আ’লীগ নেতা মোবাশ্বির আলী মবই, শাহজাহান সিরাজ, মিনহাজ উদ্দিন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খান, আলীম মল্লিক, শামীম আল মামুন মনির, সুলেমান শিকদার, সুলতান মাহমুদ, মাসুক আহমেদ, নজরুল শিকদার, যুবলীগ নেতা মোবারক সিদ্দিকী, আফাজ উদ্দিন, লিলু আহমেদ, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম রাঙ্গা, ছাত্রলীগ নেতা দিলীপ শর্মা, স্বেচ্ছাসেবক লীগ নেতা, জয়নাল আবেদীন, লুকুছ আহমেদ প্রমুখ। এদিকে বেলা ১২টায় ইমরান আহমদ এম পি গোয়াইনঘাট-রাধানগর বাজর জিসি জাফলং বাজার সড়কে পিয়াইন নদীর উপর ৩৬০ মিটার দৈর্ঘ্যরে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন।