নাস্তিক লতিফ’র ফাঁসির দাবিতে বিশ্বনাথে আল ইসলাহর বিক্ষোভ মিছিল

27

হযরত মহানবী (সা.) ও পবিত্র হজ্বকে নিয়ে কটুক্তি করায় মন্ত্রি পরিষদ থেকে বহিষ্কৃত ডাক, টেলি যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী এবং আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত উপদেষ্টা মন্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী’র সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বাদ জুম্মা বিশ্বনাথ উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখা। মিছিলটি বিশ্বনাথ আলিয়া মাদরাসা হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রীজের উপর পথসভায় মিলিত হয়। উপজেলা আল ইসলাহ’র সভাপতি উপাধ্যক্ষ আখতার আলীর সভাপতিত্বে ও সহ সম্পাদক আকমল হোসাইন শাকুরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা (মুহাঃ) লুৎফুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিয়ার বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, তালামীযে ইসলামিয়া, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেটের সিনিয়র সহ সভাপতি আহসান মাহমুদ শিপন, উপজেলা তালমীযের সভাপতি আবদুস সালাম শিবলী, সম্পাদক আলী আনহার শাহান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,  উপজেলা আল ইসলাহর সহ সংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, উপজেলা তালামীযের সাবেক সম্পাদক শফিক আহমদ পিয়ার।
সভায় বক্তারা বলেন, নাস্তিক মুরতাদরা যেভাবে লাগমহীন হচ্ছে তাদের সমালদিতেই ব্লাসফ্যামি আইন প্রনয়ণ আজ অপরিহার্য। এই নাস্তিককে (লতিফ সিদ্দিকী) আইনের আওতায় এনে ব্লাসফ্যামি প্রণয়ন ও কার্যকর করলেই আর কোনো নাস্তিক এমন কাজ করার দুঃসাহস পাবে না।
আল ইসলাহ নেতা হাফিজ মো. আব্দুল কাদিরের মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হওয়া সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান গুয়াহরী, প্রচার সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক সভাপতি আজিুজুর রহমান, সহ সভাপতি শামছুল ইসলাম ইকবাল,  অলংকারী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা নূরুল ওয়াহিদ, বিশ্বনাথ ইউনিয়ন আল ইসলাহ’র সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ, দেওকলস ইউনিয়ন আল ইসলাহর সম্পাদক মুফতি আবদুল মুমিন, দশঘর ইউনিয়ন আল ইসলাহ সম্পাদক আবদাল হোসেন, আল ইসলাহ নেতা শরীফ উদ্দিন, নাজমুল ইসলাম চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কবির আহমদ, তালামীয নেতা মো. আবদুল হামিদ ফুলকাছ, মো. আব্দুল গফ্ফার, হোসাইন আহমদ রাজন, নুরুল ইসলাম মুবীন, শিপন আহমদ ছালিক আহমদ, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি