আয়শা সাথী

11

নয়ন-ইতিবৃত্ত :

নয়নে নয়নে বাঁধি বাসা
আবার নয়নেই রাখি জল,
তৃষিত মরু দু’নয়নেই ধরি
নয়নেই করিলাম ছল!

নয়ন মাঝেই দীপ্তি জ্বলে
ঐ নয়নেই ওঠে ঝড়,
নয়ন মাঝেই বাঁচে কেহ
অতল নয়নেই ডুবে অমর!

নয়নেই রাখি আপন করি
আবার নয়নেই করি পর,
নয়ন জোড়া স্বপ্ন বুনি
সেই নয়নেই ভাঙি ঘর!

নয়নে নয়নে শত কথা
নয়নেই লুকাই যত ব্যথা,
ধরি নয়নে জোয়ার ভাটা
পোড়া নয়ন-জ্বালা যথাতথা!

নয়নে নয়নে না হলে মিলন
নয়নেই হোক আত্মগোপন,
নয়ন মাঝে যা রহিলো
নয়নেই ধরি,করিলাম লালন!