জাল আইডি কার্ড ও সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য গ্রেফতার

18

স্টাফ রিপোর্টার :
নগরী থেকে জাল আইডি কার্ড ও সার্টিফিকেট তৈরী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গতকাল রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তাহের (৫২) নগরীর পশ্চিশ চৌকিদেখী ইলামকান্দি ৩৩/৪ নং বাসার মৃত শহীদ ইসমাইল হোসেনের পুত্র।
র‌্যাব জানায়, রবিবার দুপুর দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ নং ওর্য়াড চৌকিদেখী হাল্লামী সুপার মার্কেটের সাথী এন্টারপ্রাইজ দোকানের ভিতরে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ধরনের জাল আইডি কার্ড ও সার্টিফিকেট তৈরী চক্রের সদস্য আবু তাহেরকে গ্রেফতার করে র‌্যাব-৯।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় লোকজনের কাছ থেকে বেশি অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসে›স, আইডি কার্ড তৈরি করে দিয়ে থাকেন। গ্রেফতারকৃত আসামীকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।