কোথায় হারিয়ে গেল?

37

নেছার আহমদ নেছার

আকাশে ঘন মেঘের ছুটাছুটিতে
নদীর অশেষ স্রোতের টানে
আমার নিবিড় স্বপ্নগুলো ভেসে যাক,
নিষ্ঠুর পৃথিবীর শত কষ্টের কারণ-অকারণে
বিনষ্ট হয়ে যাক।
চাঁদ তারায় ঝলমলে গভীর রাতের নীলিমা,
অপরূপ মনে হয়,
দু’টি মনের মিলন মোহনায় সংগোপনে উজাড়
করে দিয়ে প্রগাঢ় তৃপ্তি অনুভবে
ঝিমিয়ে থাকা অবসাদ;
ক্লান্ত হৃদয়ের ব্যাকুল বন্ধন অক্ষয় হয়ে রইল
দু’টি মন জুড়ে।
একদিন মহাপ্রলয়ের ঝড় বয়ে গেল
কোথায় যে হারিয়ে গেল স্বপ্নের পৃথিবী!!
যার অনুভবে আমি অনুভব করেছিলাম
যার চোখে অনেক স্বপ্নের রং মেখে চোখ মেলে
দেখেছিলাম- ভালোবাসার এই সুন্দর পৃথিবী;
কোথায়? কোথায় হারিয়ে গেল??
নেছার আহমদ নেছার

আকাশে ঘন মেঘের ছুটাছুটিতে
নদীর অশেষ স্রোতের টানে
আমার নিবিড় স্বপ্নগুলো ভেসে যাক,
নিষ্ঠুর পৃথিবীর শত কষ্টের কারণ-অকারণে
বিনষ্ট হয়ে যাক।
চাঁদ তারায় ঝলমলে গভীর রাতের নীলিমা,
অপরূপ মনে হয়,
দু’টি মনের মিলন মোহনায় সংগোপনে উজাড়
করে দিয়ে প্রগাঢ় তৃপ্তি অনুভবে
ঝিমিয়ে থাকা অবসাদ;
ক্লান্ত হৃদয়ের ব্যাকুল বন্ধন অক্ষয় হয়ে রইল
দু’টি মন জুড়ে।
একদিন মহাপ্রলয়ের ঝড় বয়ে গেল
কোথায় যে হারিয়ে গেল স্বপ্নের পৃথিবী!!
যার অনুভবে আমি অনুভব করেছিলাম
যার চোখে অনেক স্বপ্নের রং মেখে চোখ মেলে
দেখেছিলাম- ভালোবাসার এই সুন্দর পৃথিবী;
কোথায়? কোথায় হারিয়ে গেল??