জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী উচ্চারিত হচ্ছে -শফিক চৌধুরী

47

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী উচ্চারিত হচ্ছে। এদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার নেয়া পদক্ষেপ এবং কাজের ধারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশ অনুসরণ করছে। তিনি আরো বলেন- যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম অব্যাহত রাখতে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিরাও ঐক্যবদ্ধ। তারেক রহমানের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসে অবস্থানরত মুজিব সৈনিকরা সচেষ্ট রয়েছেন।
তিনি গত শনিবার যুক্তরাজ্যস্থ উছমানপুর ট্রাস্টের সাধারণ সম্পাদক সারওয়ার আলমের ওসমানীনগর থানার ধনপুরস্থ গ্রামের বাড়িতে যুক্তরাজ্যস্থ উছমানপুর ট্রাস্টের উদ্যোগে তার দেশে আগমন উপলক্ষে দোয়া মাহফিল শেষে আলোচনা ও সর্ম্বধনা সভায় বক্তব্য রাখছিলেন। যুক্তরাজ্যস্থ উছমানপুর ট্রাস্টের সভাপতি শোয়াইবুর রহমান চৌধুরী সাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ, আওয়ামীলীগনেতা শেখ মকলু মিয়া, জগলু চৌধুরী, আনহার মিয়া, শেরওয়ান আহমদ, সৈয়ীদ আহমদ বহলুল, নাজলু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, আসাদুজ্জামান আসাদ, আমেরিকার রাস্ট্রপতি কর্তৃক পুরস্কার প্রাপ্ত (বাফলা)’র সভাপতি সামসুদ্দিন মানিক, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সমাজসেবি কবিরুল ইসলাম,  চঞ্চল পাল, এডভোকেট জুয়েল আহমদ, সৈয়দ নেছাওর, হাজী আব্দুল মতিন, জুবায়ের খান, তফজ্জুল হোসেন, শাহজাহান আলী, আসাদুজ্জামান। বক্তব্য রাখেন মুক্তার খান, দবির আলম, আব্দুল ওদুদ, ফারুক আহমদ, সাবেক মেম্বার আব্দুল আজিজ আরিজ, এম এ পলাশ, ডাঃ এনামুল হক, স্বেচ্ছাসেবকলীগনেতা আক্তার আহমদ মিনছার, হাসানুল করিম দরবেশ, ফয়জুল ইসলাম, আলতাফুর রহমান মন্জু, আহমেদ শাহজাহান, জেলা তরুণ লীগের  আহবায়ক হুমায়ুন রশিদ মাছুম, কাজী সাব্বির, জুবায়ের আহমদ লিটন, শাহিন মিয়া নজির মিয়া, হেলন মিয়া, ছাত্রলীগনেতা জাহেদ জায়গিরদার, ক্লিনটন, পংকজ বৈদ্য, পাপ্পু বৈদ্য, তরুণ লীগনেতা রেজান  আলী, সোহেল আহমদ,  আব্দুল ওদুদ, চান্দ আলী, আক্তার মিয়া, হোসাইন আহমদ, প্রিন্স বিলাল, প্রভাত বৈদ্য, আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি