যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যাংকারদের এগিয়ে যেতে হবে – মহাব্যস্থাপক বাংলাদেশ ব্যাংক

30

Bangladesh bank picআধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ ও মোকাবেলা করে ব্যাংকারদের এগিয়ে যেতে হবে। সবাইকে প্রযুক্তি সম্পর্কে ধারণা গ্রহণ করে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যাংকি খাতে পরিবর্তন আনতে হবে। তাহলে গ্রাহক সুবিধা বৃদ্ধি পাবে। গতকাল বাংলাদেশ ব্যাংকে বি আই বি এম আযোজিত ওয়ার্কশপে উদ্বোধন কালে বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মো: মোবারক হোসেন একথা বলেন।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক সিলেট এর সম্মেলন কক্ষে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর দিনব্যাপী আউট রীচ ই ওয়ার্কশপ অন গানাইজেশনাল ডেভোলাপমেন্ট এন্ড চ্যালেঞ্জার্স ইন ব্যাংকস শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। স্কাইপির মাধ্যমে ঢাকা থেকে এ কর্মশালা পরিচালিত হয়। বি আই বি এম এর ডাইরেক্টর (ট্রেনিং) প্রফেসর ড. শাহ মো: আহসান হাবিব স্কাইপির মাধ্যমে দেয়া স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে সেশন স্পীকার এর বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান বি আই বি এম এর প্রফেসর এস এ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ মহাব্যবস্থাপক জুলকিকার মসুদ চৌধুরী, মো: আলাউদ্দিন প্রমুখ। ওয়ার্কশপ কো অর্ডিনেটর দায়িত্ব পালন করেন বি আই বি এম এর ল্যাকচারার তোফায়েল আহমদ ও হেড অব আই টি লুৎফুর আলম মারুফ। বিজ্ঞপ্তি