তাহিরপুরে আ.লীগের কার্যালয়ে চালু হলো বিয়াম ল্যাবরেটরী স্কুল

7

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুরে আওয়ামী লীগের কার্যালয়ে চালু হলো বিয়াম ল্যাবরেটরী স্কুল। বৃহস্পতিবার স্কুলটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন নবী। উদ্বোধনের পর বিদ্যালয়ে কোমলমতি শির্ক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময় সহ বিদ্যালয়রে সার্বিক পরিবেশ ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার। এ সময় সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাসেম, তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, বীর মুক্তযোদ্ধা হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল প্রমুখ।
জানা যায়, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষোব্দ ছাত্র জনতা ও স্থানীয় লোকজনের ক্ষোভের মূখে হামলা ভাঙ্গচুর হয় সরকারি খাস জাযগায় নির্মিত তাহিরপুর উপজেলা সদর আওয়ামী লীগ কার্যালয়। পরবর্তীতে এটিকে সংস্কার করে তাহিরপুর উপজেলা প্রশাসন কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিয়াম ল্যাবরেটরী স্কুল প্রতিষ্ঠা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, পরিত্যাক্ত ভবনটিতে স্কুল নির্মাণ করা হয়েছে। এ স্কুলে বাংলা ও ইংলিশ ভার্সন চালু আছে। আশা করি হাওর পারের অনেক শিশু এখান থেকে ভালো শিক্ষা পাবে। বিভাগীয় কমিশনার খান মো.রেজা উন নবী জানান, তাহিরপুরের মত প্রত্যন্ত হাওড় উপজেলায় ব্যায়াম ল্যাবরেটরী স্কুলের প্রয়োজন ছিলো। এখানকার শিশুদের শিক্ষায় ব্যায়াম ল্যাবরেটরী স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ন ভ‚মিকা রাখবে আশা করছি।