সিলেট এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, সমাজের সকল বৃত্তবান ব্যাক্তিরা যদি শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে সমাজে হাড়কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে অসহায় দরিদ্র মানুষগুলো কিছুটা রক্ষা পাবে। তাই আমি সকল বৃত্তবান ব্যাক্তিদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সকলের দায়িত্ব রয়েছে। আসুন আমরা সবাই মার্কেন্টাইল ব্যাংক এর মতো সবাইকে এগিয়ে আসি। তিনি আরোও বলেন একজন মানুষ হিসেবে মানব কল্যাণমূলক কাজে জড়িত থাকা, মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা ইমানি দায়িত্ব। এই শীতে গ্রামের গরিব কৃষক ও রাজপথের দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে নগরীর করেরপাড়ায় ৮ নং ওয়ার্ডের সকল দরিদ্র মানুষের মাঝে মোহনা সমাজ কল্যান সংস্থা আয়োজনে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে প্রায় ১ হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। মার্কেন্টাইল ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান দেবজ্যোতি মজুমদার রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হারুনুর রশিদ, মোহনা সমাজ কল্যান সংস্থা সভাপতি করিম উল্লাহ হেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো: ফজলুর রহমান, মকবুল হোসেন খাঁন, আব্দুল মতিন, অমল দে, ৮নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক মো: ফয়জুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজন, শাহেদ আহমদ, মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দুলাল পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জ্যোতির্ময় দেবনাথ নয়ন, মোহনা সমাজ কল্যান সংস্থার সদস্য নুরুল ইসলাম নুর, রিপন এষ চৌধুরী, শাবলু পাঠক, নিখিল দে, মিনাল সেন, আব্দুল হাকিম, গোলাম মোস্তাফা, আজাদুর রহমান আজাদ, লিটন চন্দ, সালমান, লিটন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।