স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাÐে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল তিনটার দিকে ঝালোপাড়া এলাকায় এ অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তৎক্ষণিকভাবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার কোন সূত্রপাত পাওয়া যায়নি।
সুরমা নদীর দক্ষিণ তীরঘেষা এই চাঁদনিঘাটে যানবাহন বা গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। মোটরসাইকেল থেকে বাস-ট্রাক, সব গাড়িরই নতুন-পুরাতন যন্ত্রাংশের জন্য নির্ভরতার জায়গা এই চাঁদনীঘাট।