সিসিকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

8
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে ১৫ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে নগরীর ১২নং ওয়ার্ডের শেখঘাট সুখের হাসি ক্লিনিকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদে¦াধন করনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সিসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুখের হাসি ক্লিনিকের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ।
সিসিক জানায় নগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (৫ জুন) থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী ৬১ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
১৫ দিন ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ২৪৭টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।
০৬ থেকে ১১ মাস বয়সী ৬৩৯৬ শিশু ও ১২ মাস থেকে ৫৫১০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সিসিকের ২৭টি ওয়ার্ডে টিকা কেন্দ্রসমূহে ৫৪ জন সুপারভাইজার কাজ করবেন।
রোগমুক্ত বাংলাদেশ গড়তে ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী কোন শিশু যেন ভিটামিন-এ প্লাস থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি