মুরাদ হাসান, জৈন্তাপুর
জৈন্তাপুরে আনুষ্ঠানিক ভাবে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জৈন্তাপুর উপজেলার সকল জনসাধারণের মধ্যে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড পৌছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবুল কালামের পরিচালনায় জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ, ইউপি সদস্য মনসুর আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ এর হাতে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড আনুষ্ঠানিক ভাবে তুলে দেন আগত অতিথিবৃন্দরা।
পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ৪ জানুয়ারী হতে উপজেলার ৬টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এজন্য প্রত্যেক নাগরিককে ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে আপনাদের আইরিশ ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের মাধ্যমে স্মার্ট কার্ড প্রদান করা হবে। কোন নাগরিক যদি ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত সময়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস হতে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। যাহারা ইউনিয়ন পর্যায়ে কার্ড গ্রহণ করবেন কার্ড গ্রহণকালে তাড়াহুড়া করার কোন প্রয়োজন নেই বলে জানান।
তিনি আরও বলেন, প্রবাসে কিংবা চাকুরীর সুবাধে যারা এলাকার বাহিরে বা প্রবাসে অবস্থান করছেন তাদের স্মার্টকার্ড উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষণ থাকবে। পরবর্তীতে নাগরিকের সুবিধামত সময়ে উপজেলা নির্বাচন অফিস হতে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।