নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ॥ অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবী

10
অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে নগরীতে মহানগর ক্বওমী মাদরাসা ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ।

মিথ্যা নবুওয়াতের দাবীদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীরা কাদিয়ানী সম্প্রদায় শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শেষ নবী হওয়াকে অস্বীকার করে এবং গোলাম আহমদকে নবী মানে। যারা শেষ নবীর পরে আর কোন নবী মানে তারা কখনো মুসলিম হতে পারে না। কিন্তু তারা কাদিয়ানীর উম্মত হয়ে মুসলিম পরিচয় দিয়ে সরল প্রাণ মুসলমানদের কে ধোঁকা দিয়ে যাচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত সহ বিভিন্ন সাইন বোর্ড ও ব্যানার ব্যবহার করে সরল প্রাণ মুসলমানদেরকে ধর্মান্তরিত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের এসব হীন অপতৎপরতা বাংলাদেশের মুসলমান কখনো মেনে নিতে পারে না। তাদের ধৃষ্টতা কখনো মেনে নেয়া যায় না। ও.আই.সি ভুক্ত অন্যান্য দেশের মত বাংলাদেশেও তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক এবং কাদিয়ানী কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ক্বওমী মাদরাসায় যে হামলা হয়েছে দ্রুত তাদের বিচার করা হোক।
সিলেট মহানগর ক্বওমী মাদরাসা ছাত্র পরিষদের উদ্যোগে গতকাল ৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকাল ২টায় স্থানীয় কোর্ট পয়েন্টে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তাবৃন্দ উপরোক্ত কথা বলেন।
ভার্থখলা জামেয়া নূরীয়া ইসলামিয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে এবং নয়া সড়ক মাদরাসার ছাত্র মোঃ মখলিছুর রহমান, ঝেরঝেরীপাড়া মাদরাসার ছাত্র সাদিকুর রহমান শাকিল, কাজিবারবাজার মাদরাসার ছাত্র আহমদ আনাছ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সোবহানীঘাট মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী, বন্দরবাজার জামে মসজিদের খতিব মওলানা মুশতাক আহমদ খান, কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের মহাপরিচালক ক্বারী মাওলানা মুজাম্মিল হুসাইন চৌধুরী, ঝেরঝেরীপাড়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হারুনুর রশীদ আল-আযাদ, সোবাহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, ঝেরঝেরীপাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দীন মু. ইলয়াস, ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুকাদ্দাস, দারুস সালাম মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা মনজুর আহমদ, চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলী, দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নিয়ামতুল্লাহ, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, নয়া সড়ক মাদরাসার শিক্ষক মাওলানা কতুবুদ্দীন, সোবহানীঘাট মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর, ঝেরঝেরীপাড়া মাওলানা জামাল উদ্দিন, জালালাবাদ ইমাম সমিতির মাওলানা নুরুল হুদা, পীর মহল্লা মাদরাসার মুহতামিম মাওলানা পীর আব্দুল জব্বার, জামেয়া ফারুকীয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাহবুবুল হক, দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আলতাফুর রহমান, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কাজিরবাজার মাদরাসার ছাত্র মাহফুজ হুসাইন, নয়া সড়ক মাদরাসার ছাত্র এমদাদুর রহমান, দারুস সালাম মাদরাসার ছাত্র ইকরাম মাহমুদ, ঝেরঝেরীপাড়া মাদরাসার ছাত্র সাজ্জাদ হোসাইন রুমন, সোবহানীঘাট মাদরাসার ছাত্র আফজাল হুসাইন, গৌছুল উলুম পীর মহল্লাহর ছাত্র হাফিজ আব্দুল্লাহ, শায়খুল ইসলাম মাদরাসার ছাত্র মোহাম্মদ ইয়াহইয়া, ভার্থখলা মাদরাসার ছাত্র হাফিজ সালমান আহমদ, দারুল উলুম মাদরাসার ছাত্র সাকিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি