জেলা তথ্য অফিসের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলায় মহিলা সমাবেশ

20

১৩ নভেম্বর বিয়ানীবাজার উপজেলার চারখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ, ভিশন-২০২১এর লক্ষ্য ও অর্জন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন-সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জননী এফএইচ বি শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান আজাদ ও এসএমসি সদস্য আব্দুল আজিজ চৌধুরী। বক্তারা সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন। মূল বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার বলেন-এ দেশকে সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের জনগণের কল্যাণার্থে গৃহীত এ ১০টি উদ্যোগ সফল করতে সকলকে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার আহ্বান জানান তিনি। জেলা তথ্য অফিস, সিলেট এর ঘোষক মো: লেবাছ উদ্দিনের পরিচালনায় অুনষ্ঠিত মহিলা সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং গৃহিনীসহ বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি