পিন্টু দেবনাথ, কমলগঞ্জ
মৌলবীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্তি¡ক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল। নতুন বাইসাইকেল পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন সহ আরো অনেকে।