বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলুন – বাসদ

54

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কর্মী সভায় বক্তারা বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্তিতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাসদের আম্বখানাস্থ দলীয় কার্যালয়ে বিকেল ৫ টায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড.আবুল কাশেম, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারন সম্পাদক শাহজান আহমদ, শ্রমিক ফ্রন্ট জেলার নেতা মামুন ব্যাপারী, মাহবুব আহমদ, কৃষক ফ্রন্ট নেতা রুমন বিশ্বাস, ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, মহানগর নেতা সন্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
কর্মী সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ব্যক্তি-গোষ্ঠি ও লুটেরা শ্রেণীর উন্নয়ন ঘটাতে গিয়ে জনজীবনের সীমাহীন দুর্গতি তৈরি করেছে। ৪৮ বছর পালাক্রমে বুর্জোয়া শাসনে রাজনীতিকে নীতিহীনতার পথে ডুবানো হয়েছে। ক্ষমতা কেন্দ্রীক হানাহানি, খুনাখুনি, সংঘাত-সংঘর্ষ, চক্রান্ত -ষড়যন্ত্রে লিপ্ত থেকে ক্ষমতাসীন ও ক্ষমতাপ্রত্যাশী প্রধান শক্তি দেশকে চরম সংকটের দিকে নিয়ে গেছে। এ অবস্থায় জনগণের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি।
বক্তারা বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি