সুনামগঞ্জে ছাত্রদল ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৩০

22

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে ছাত্রদল ও পুলিশ আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রায় ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ ও র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা পুলিশ ও র‌্যাবকে লক্ষ্য করে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে। ভাংচুর করা হয় কয়েকটি দোকানপাট ও সিএনজি লেগুনাসহ প্রায় ১০টি যানবাহন। পরে জেলা কৃষকলীগের সভাপতি সুবির তালুকদার বাপ্টু ও জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণের নেতৃত্বে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল নিয়ে ছাত্রদলকে প্রতিহত করতে এগিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষে ছাত্রদলের সৌরভ, তফাজ্জুল, ফয়জুল, মিলন, জনি ও হুমায়ুনসহ ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। অন্যদিকে ছাত্রদলের ইটপাটকেল নিক্ষেপে আহত হয় ৫ জন ছাত্রলীগ ও পুলিশ সদস্য। সদর থানা ওসি মোল্লা মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের নাশকতার পরিকল্পনা প্রতিহত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।