জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম আবুল কায়েছ ইসরাইল। তিনি আশারকান্দি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, আবুল কায়েছ ইসরাইলকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।