মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

0

 

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
তিনি মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন তেতলী ইউনিয়নের অতীরবাড়ীস্হ জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের সার্বিক উন্নয়নে স্হানীয় সরকার ও জেলা পরিষদ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরিদর্শনকালে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, স্বাস্থ্য কেন্দ্র প্রধান (মেডিকেল অফিসার, ক্লিনিক) ডা: ইসরাত জাহান খান, মেডিকেল অফিসার (সংযুক্ত) ডা: মিথুন চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।