ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু

27

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সে মঈনপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ও রাজমিস্ত্রি শ্রমিক ইমাম উদ্দিন (২৪)।
জানা যায়, রবিবার দুপুরে মঈনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলীর বাড়ির বিল্ডিংয়ে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করছিলেন ইমাম উদ্দিন। এ সময় নিচ তলা থেকে দ্বিতীয় তলায় রড উঠানোর সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিল্ডিংয়ের ঠিকাদার সালাহ উদ্দিন বলেন, প্রায় দুই বছর ধরে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করে আসছিল ইমাম উদ্দিন। সে রডের কাজও কিছু করতে পারতো। ঘটনার সময় নিচ থেকে বিল্ডিংয়ের বাহিরের দিকে রড উপরে উঠানোর সময় বিদ্যুতের তারে লেগে যায়। এসময় সে দ্বিতলা থেকে নিচের পাকায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেছেন।